গাজীপুরের কালিয়াকৈর জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। ‘সবার আগে সুশাসন-জনসেবার উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, উপজেলা সমবায় অফিসার সাবিরা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্যে সহকারী প্রকৌশলী নাসরিন আরা পুষনসহ আরো সরকারি কর্মকর্তা কমচারী প্রমুখ।