জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন। সোমবার সকালে কর্মকর্তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অশেক এসবি সাত্তার, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম ও সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে আগামী ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এছাড়াও উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতে উন্নয়নে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষিদের নিয়ে বিভিন্ন উপকরণ বিতরণ এবং প্রশিক্ষণ দেওয়া হবে।