ভোলায় মাঝ নদীতে পান ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা হামলা চালিয়ে সাত ব্যবসায়ীকে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর বৈরাগী এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাবুল ব্যাপারী, ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের প্রেম রোড এলাকার পাবেল, বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকার রিয়াজ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফ, পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক, পশ্চিম ইলিশার নাসির ও রতনপুরের মহসিন।
আহতরা জানান, মঙ্গলবার সকালে পান বিক্রির জন্য তারা সদরের তুলাতুলি এলাকা দিয়ে ট্রলারে করে লক্ষ্মীপুরের হাজিরহাট বাজারে যান। পরে সেখানে পান বিক্রি করে বিকেলে ট্রলারে করে তুলাতুলির উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যার দিকে মদনপুর ইউনিয়নের চর বৈরাগী এলাকার মেঘনা নদীতে আসলে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে এসে তাদের ঘিরে ফেলে। এসময় তাদের ওপর হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।