বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সিলেটে হজের টাকা আত্মসাতে গ্রেফতার ২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

সিলেটে হজে পাঠানোর নামে চারজনের টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আলী মাহমুদ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- সাজিদুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম।

জানা যায়, নগরীর কুয়ারপাড় এলাকার আব্দুল কাইয়ুম খানের ছেলে রেজাউল করিম খান ঢাকার সাজিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে হজের টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। অহিদুল আলম নরসিংদী জেলার মনোহরদী থানার মৃত আফতাব উদ্দিনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়- রেজাউল করিম খান তার এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অহিদুল আলম ভূঁইয়ার সঙ্গে। একপর্যায়ে অহিদুল জানান- তার ট্রাভেলস এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালনে লোক পাঠিয়ে থাকে। পরে রেজাউল ৬ লাখ ৪৪ হাজার ৩৩৫ টাকা করে সিলেটের ৯ জনকে হজে পাঠানো বাবদ ৫৭ লাখ ৯৯ হাজার ১৫ টাকা দেন সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুলের কাছে। ওই এজেন্সি ৫ জনকে হজে পাঠালেও ৪ জনের টাকা আত্মসাৎ করেছে। তাদের পাসপোর্টও ফেরত দেয়নি। ভুক্তভোগীদের পক্ষে তিনি মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আলী মাহমুদ বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত