শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন রামহিম ও খৈ খৈ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। বালক এককে রামহিম ও বালিকা এককে খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছেন।

চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে রামহিম ৪-০ সেটে হারিয়েছেন রাজশাহীর নাফিসকে। প্রথম দুই সেট ১১-৮ ও পরের দুই সেট ১১-৬ ব্যবধানে জেতেন রামহিম।

বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ ৪-১ ব্যাবধানে হারিয়েছেন আনসারের তুশীকে। প্রথম সেট খৈ ১১-৭ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট ১১-৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন তুশী।‌ কিন্তু পরের তিনটি সেট জিতে শেষ হাসি হাসেন খৈ খৈ।

এদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রামহিম ও ঐশী জুটি এবং একই দলের হৃদয় ও খৈ খৈ জুটি। দুটি সেমিফাইনালে তারা হারিয়েছে আনসারের প্রতিপক্ষকে।

প্রথম সেমিফাইনালে রামহিম ও ঐশ্বী জুটি ৩-১ সেটে হারিয়েছে সজীব ও মৌ জুটিকে। প্রথম সেট রামহীন ও ঐশ্বী ১১-৬ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট সজীব ও মৌ জিতে নেন ১২-১০ ব্যাবধানে।

তবে পরের দুই সেট ১১-৭ ও ১১-৯ ব্যাবধানে জিতে ফাইনালে জায়গা করে নেন রামহিম ও ঐশ্বী জুটি।

দ্বিতীয় সেমিফাইনালে হৃদয় ও খৈ খৈ জুটি ৩-০ ব্যবধানে হারিয়েছেন জাবেদ ও সোমা জুটিকে। ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যাবধানে ম্যাচ জিতে সহজে ফাইনাল নিশ্চিত করেন হৃদয় ও খৈ খৈ জুটি।

সর্বশেষ - আইন-আদালত