রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আগামী ১৫০ দিন রাজপথে থাকবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

আগামী নির্বাচন পর্যন্ত ১৫০ দিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

রোববার বিকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

শেখ বজলুর রহমান বলেন, বিএনপি নেতারা হাসপাতাল আর খাওয়া নিয়ে দৌড়াদৌড়িতে আছে। তাদের দেশ নিয়ে ভাবার সময় কই। আমরা আগামী ১৫০ দিন মাঠে থাকব। এ সময় মাঠে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে আমরা তাদের প্রতিহত করতে দ্বিধা করব না। আমাদের ১৫০ দিনের কর্মসূচিতে প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা এবং জেলাসহ প্রতিটি পর্যায়ের নেতাকর্মীরা সজাগ থাকবেন।

আওয়ামী লীগের পাশাপাশি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুর টাউন হল থেকে বের হয়ে আসাদ গেট, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোহাম্মদপুর ছাড়াও জাপান গার্ডেন সিটি ও টোকিও স্কয়ার থেকে আদাবর থানার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আদাবর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ মোহাম্মদপুর ও আদাবর থানার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত