চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আজ রোববার ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে। সংসদীয় এ আসনটিতে পৌনে পাঁচ লাখ ভোটার রয়েছেন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিজের ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে ভোটাররাও কেন্দ্রে আসবেন বলে প্রত্যাশা তার।
সকাল সোয়া ৮টার দিকে নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন ক্ষমতাসীন দলের এ প্রার্থী। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এর পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমি ভোট দিয়েছি। এখানে পাশেই ভোটাররা লাইনে আছেন। উনারাও ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে ভোটার আরও বাড়বে বলে আশা করি।
দুজন স্বতন্ত্রসহ উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ছয়জন। জাতীয় নির্বাচনের মাত্র মাস পাঁচেক আগে এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে নৌকার প্রার্থী বাচ্চু বলছেন, নির্বাচনের পরিবেশ খুব ভালো। শান্তিপূর্ণ পরিবেশ আছে। ভোটারদের অনুরোধ করেছি, যাতে তারা ভোট দিতে আসেন৷ লোকজন ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে আরও ভোটার বাড়বে।
জয়ের আশাবাদ ব্যক্ত করে মহিউদ্দিন বাচ্চু বলেন, সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনের ট্রেন্ড দেখলে বলতে পারি, আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।
আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম। অন্য প্রার্থীরা হলেন— তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট) এবং স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (বেলুন)।
আসনটির ১৫৬ কেন্দ্রের সবই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশন ঢাকা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিস্থিতি দেখছে।