শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বটিয়াঘাটার নারী ফুবটলারদের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৪, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় হামলার শিকার নারী ফুটবলারদের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা তুলে দিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।

শুক্রবার বিকেলে তিনি বটিয়াঘাটার তেঁতুলতলার সুপার কুইন একাডেমির খেলোয়াড়দের মধ্যে এই উপহার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এদেশে নারী খেলোয়াড় তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে। একজন কৃতি খেলোয়াড় খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে দেশে এখন বহু নারী খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক মানের খেলায় বিশ্বকাপ জয়ের মতো গৌরব অর্জন করার সক্ষমতা পেয়েছে।

তিনি আরও বলেন, তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা তিনি অবগত আছেন। তারই নির্দেশে একাডেমির নারী খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ আমার আসা।

পরে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির নারী খেলোয়াড় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভাতেও মিলিত হন তিনি। স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার ওসি মো. শওকত কবির, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহামুদ তারা প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত