নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার হয়েছে চুরি হওয়া একটি মোটরসাইকেলও।
গ্রেফতার ২ জন হলো, ফরিদ (৩১) এবং তার সহযোগী অনিক হাওলাদার ওরফে মিনাল (২৫)।
সোমবার (৭ আগস্ট) তাদের গ্রেফতারের তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।
তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা ফরিদ ও তার সহযোগী অনিক হাওলাদার ওরফে মিনালকে রোববার (৬ আগস্ট) রাতে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে তারা। তারা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজের কাছে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছে। এছাড়া এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জে একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।