দায়িত্ব পাওয়ার পরই বিএনপির গণমিছিলে ব্যাপক শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। কর্মসূচি পালনে ব্যর্থতার অভিযোগে হঠাৎ করে ভেঙে দেওয়া হয় ঢাকা উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি।
বুধবার রাতে দুই সিটিতে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একদিন পরেই কঠিন পরীক্ষার সম্মুখীন হন নতুন কমিটির নেতারা। দায়িত্ব পাওয়ার পর গণমিছিলে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয় উত্তর যুবদল। সব থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে মতবিনিময় করা হয়। গণমিছিলে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানানো হয়।
শুক্রবার সকাল থেকে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এক জায়গায় জড়ো হয়। পরে যুবদল উত্তরের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে সবাইকে নিয়ে কর্মসূচি স্থলে যোগ দেয়।
এ প্রসঙ্গে উত্তর যুবদলের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। একদফা আন্দোলনের সফলতা না নিয়ে রাজপথ ছাড়বো না।