চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এ ত্রাণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিষয়ক সম্পাদক মো. আমিরুজ্জামান পিয়াস, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজিব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি এবং চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা।
ত্রাণ বিতরণের বিষয়ে আমিরুজ্জামান পিয়াস বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। টেকসই পরিবেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশনা প্রদান করেছেন, দেশের সব পর্যায়ের মানুষের সেগুলো অনুসরণ করা প্রয়োজন। নিজেদের জায়গা থেকে আমাদের প্রতিবেশে নিবিড় পরিচর্যা আমাদেরই করতে হবে। এভাবেই আমরা পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।
এদিকে জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরের চেয়ে চট্টগ্রামে বেশি বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১১ আগস্ট) রাতে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনি এ কথা জানান।