ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সেভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিলেন। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন।
শনিবার (১২ আগস্ট) চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুজিত রায় নন্দী বলেন, উন্নয়নের স্বপ্নসারথি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ কর্মের মাধ্যমে প্রতিফলিত করেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. ইয়াসিন আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন- হারুন অর রশিদ তালুকদার, আব্দুল হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, ইব্রাহিম খানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।