সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়ি বহরে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।  এ হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এতে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত হয়েছে, অক্ষত রয়েছেন চীনার।

হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল। এএনআইয়ের খবরে বলা হয়েছে, হামলার পর বড় ধরনের জমায়েত কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলেছে চীনা কনস্যুলেট।

ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনা নাগরিক বা বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করে তাদের নিরাপত্তার জন্য ‘এ’ ক্যাটাগরির ‘ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি’ নিয়োগের নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর। প্রদেশে সরকারি ও বেসরকারি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা পর্যালোচনার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র বিভাগ ও পুলিশ একটি বৈঠক করে।

সিএনএনকে বেলুচিস্তান প্রদেশটির গোয়াদার জেলার পুলিশ সুপার চাকার বালোচ বলেন, যেখানে হামলাটি হয়েছিল, সেখানে পুলিশ ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর ক্লিয়ারেন্স অপারেশন চলছে। এ সময় আহত হয়েছেন দুই নিরাপত্তাকর্মী।
সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে, জঙ্গি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেছেন, বিএলএ মাজিদ ব্রিগেডের দুই ‘ফিদায়েন’ দাশত নিগরের নাভিদ বালোচ ওরফে আসলাম বালোচ এবং গেশকর আওয়ারানের মকবুল বালোচ ওরফে কাইম বালোচ গোয়াদরে চীনা প্রকৌশলীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালায়।  তিনি এ হামলাকে ‘আত্মত্যাগমূলক অভিযান’ বলে অভিহিত করেছেন।

 

সর্বশেষ - আইন-আদালত