বান্দরবানে বকেয়া কিস্তি উত্তোলন করতে গিয়ে ওয়ালটন প্লাজার দুই বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে তারা বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়নের বাঘমারা এলাকায় গিয়ে অপহরণের শিকার হন।
অপহৃতরা হলেন বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গান্ধ্যাপাড়া এলাকার মগনু সিং মারমার ছেলে বাএমং মারমা (২৫) ও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার থোয়াইপ্রু মং মারমার ছেলে পাইচিং মং মারমা (২৫)। তারা দুজনেই ওয়ালটন প্লাজা বান্দরবান শাখায় কর্মরত ছিলেন।
ওয়ালটন প্লাজার বান্দরবান শাখার ম্যানেজার মো. নুরুল ইসলাম খান সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টায় বাঘমারা এলাকায় মাসিক বকেয়া কিস্তি আদায়ের জন্য গেলে সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরে সন্ধ্যা ৭টার দিকে আমাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে জানতে চাওয়া হয়, আপনারা কার অনুমতি নিয়ে এলাকায় ব্যবসা করছেন? আমি প্রতি উত্তরে বলি, আমরা ব্যবসা করছি না, চাকরি করছি।
নুরুল ইসলাম আরও বলেন, এরপর অপর প্রান্ত থেকে বলা হয়, আপনার দুই কর্মী আমাদের হেফাজতে আছে। এই বলেই ফোন কেটে দেওয়া হয়। এরপর থেকে ওই নম্বরটি বন্ধ আছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, অপহরণের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।