মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে সোমবার (১৪ আগস্ট) আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয় জনতা। গতকালের আটক ১৭ জনের দেখানো মতে তাদের আস্তানা মৌলভীবাজারে কুলাউড়া থানায় দুর্গম কালাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টা থেকে অভিযান শুরু করে সিটিটিসি।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, গতকালের আটক ১৭ জনের দেখানো মতে তাদের আস্তানা কুলাউড়া থানায় দুর্গম কালাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।