শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ছেলের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে ৭৪ বছরের বৃদ্ধ বাবাকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩ ৬:০২ পূর্বাহ্ণ

আজবকাণ্ড ভারতের লাদাখে। ছেলের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে ৭৪ বছরের বৃদ্ধ বাবাকে। কারণ সম্প্রতি তার ছেলে এক বৌদ্ধ নারীকে সঙ্গে নিয়ে পালিয়েছে। আর সেই কারণে ৭৪ বছরের লাদাখ বিজেপির রাজ্য সহসভাপতিকে তার দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিজেপির লাদাখ ইউনিট এক সিনিয়র নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ তার ছেলে এক বৌদ্ধ মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এটি একটি সংবেদনশীল ইস্যু। তাই গোটা বিষয়টি স্পষ্ট করার সুযোগ দেওয়া হয়েছে ।

গত বুধবার বিজেপির কার্যনির্বাহী বৈঠকের পর লাদাখ বিজেপি প্রধান ফুনচোক স্ট্যানজিন বহিষ্কারের আদেশ জারি করেন। বিজেপি একটি বিবৃতিতে বলেছে, পলাতক দুইজন লাদাখের সব ধর্মীয় সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য। কারণ এটি অঞ্চলের মানুষ মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি ও ঐক্যকে বিপন্ন করে।

জানা গেছে, এক মাসেরও আগে এই দম্পতি বিয়ে করেন। তারপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

বহিষ্কৃত বিজেপি নেতা বলেছেন, তার পরিবার ছেলে ও বৌদ্ধ নারীর সম্পর্ক মেনে নিতে চায়নি। বিয়েরও অনুমোদন করেনি। কিন্তু গত এক মাস ধরে ছেলে আর বৌদ্ধ নারী কোথায় রয়েছে তা নিয়ে পরিবারের কানো ধারণাও নেই। পদ হারানো প্রবীণ বিজেপি নেতা জানিয়েছেন, তিনি হজ উপলক্ষে সৌদিতে ছিলেন। সেই সময়ই তার ছেলে ও ওই মেয়ে আদালতে বিয়ে করেছেন।

বৃদ্ধ আরও জানিয়েছেন, তার ছেলের বয়স ৩৯ বছর। মেয়ের বয়স ৩৫। তিনি অনুমান করেন তারা দুজনে ২০১১ সালে বিয়ে করেছিলেন। গত মাসে আইনি বিয়ে করেছে তারা।

তিনি বলেছেন, আগেই দল তাকে পদত্যাগ করতে বলেছিল। কিন্তু তিনি তা করেননি। ছেলের কোনো সন্ধান দিতে না পারায় তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেছেন, ছেলের ভিন ধর্মে বিয়ে করার জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। পুরো পরিবারকেই দোষী করা হয়েছে।

বহিষ্কৃত এই নেতা জানিয়েছেন, ছেলে আর ছেলের বৌকে খুঁজতে শ্রীনগরসহ একাধিক এলাকায় খোঁজ করেছেন। কিন্তু কোনো সন্ধান তিনি পাননি।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - আইন-আদালত