২১ বলে দরকার ৩৬। ছক্কা হাঁকালেন আলি নাসের, ২০ বলে আরব আমিরাতের জিততে তখন লাগে ৩০, হাতে ৪ উইকেট।টি-টোয়েন্টিতে কাজটা খুব কঠিন হওয়ার কথা না।
তবে অভিজ্ঞতার কাছে হেরে গেলো আরব আমিরাত। দুবাইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৯ রানে হারালো নিউজিল্যান্ড।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আরব আমিরাত। দারুণ বোলিংয়ে সফরকারীদের চাপেও রেখেছিল তারা। ১৫.২ ওভারে জেমস নিশাম যখন সাজঘরে ফিরছেন, ৬ উইকেটে মোটে ১০৯ রান কিউইদের।
সেখান থেকে শেষ ২৮ বলে ৪৬ রান তোলে নিউজিল্যান্ড। কলি ম্যাকঞ্জি ২৪ বলে ৩১ আর রাচিন রবীন্দ্র ১১ বলে খেলে দেন অপরাজিত ২১ রানের ইনিংস। এর আগে টিম শেইফার্ট ৩৪ বলে ৫৫ করেন। সবমিলিয়ে ৬ উইকেটে ১৫৫ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায় কিউইরা।
জবাবে ওপেনার আরইয়াশ শর্মা ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় রান তাড়ার সুযোগটা কাজে লাগাতে পারেনি আরব আমিরাত। দুই বল বাকি থাকতে ১৩৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।
কিউই পেসার টিম সাউদি ২৫ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট।