স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৯ আগস্ট) একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই খান মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষেতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় করা এ মামলায় বৃহস্পতিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) একদিনের রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।