রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রবাসীদের এনআইডি নীতিমালা ঠিক করতে বসছেন সংশ্লিষ্টরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা কী হবে, সে বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে এনআইডি কর্তৃপক্ষ।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন এনআইডি মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবীর। বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ইসি সচিব জাহাংগীর আলম।

বৈঠকের আলোচ্য বিষয় থেকে জানা গেছে, প্রবাসীদের এনআইডি সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে একটি সুষ্পষ্ট নির্দেশনা/নীতিমালা, বিশেষ এলাকায় এনআইডি আবেদনসমূহ নিষ্পত্তির লক্ষ্যে প্রতিমাসের একটি নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কমিটির সভা সংক্রান্ত; বিশেষ এলাকায় এনআইডি আবেদনসমূহ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সভার জন্য আলাদা আপ্যায়ন বরাদ্দ প্রদান সংক্রান্ত। এছাড়া বিশেষ এলাকায় এনআইডি আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত কমিটির কাঠামো পুনঃপর্যালোচনা।

এছাড়া পার্বত্য এলাকায় এনআইডি কার্যক্রমে ‘ভূমির প্রত্যয়ন’-এর ক্ষেত্রটি শিথিল করা/ ‘ভূমির প্রত্যয়ন’-এর পরিবর্তে অন্য কোনো ডকুমেন্টের প্রচলন নিয়েও আলোচনা হবে।

উপজেলা পর্যায়ে যাচাইয়ের সুযোগ দেওয়া, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় স্মার্টকার্ড মুদ্রণের ব্যবস্থা; চট্টগ্রাম জেলার অবশিষ্ট ৯টি উপজেলায় স্মার্ট কার্ড প্রিন্টের ব্যবস্থা এবং এনআইডি সংশোধন কার্যক্রমে ক্ষমতা প্রদান সংক্রান্ত এবং বিবিধ বিষয় ঠাঁই পাবে বৈঠকে।

সর্বশেষ - আইন-আদালত