সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৫ জনে।
সোমবার (২১ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় সাতজন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলা চারজন, গোপালপুর উপজেলায় দুইজন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন পাঁচজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৮০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩৫ জন। মারা গেছেন চারজন।