পাকিস্তান জাতীয় দলের বর্তমান সদস্যদের মধ্যে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে সবার আগে নাম লিখেছিলেন শাহিন শাহ আফ্রিদি। এবার তার দলেই যোগ দিলেন পাকিস্তানের আরেক সিনিয়র ক্রিকেটার শাদাব খান।
শুধু তাই নয়, গতবারের তুলনায় যে এবারের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে, তার ইঙ্গিত মিলছে ক্রিকেটারদের যোগ দেয়া দেখে। শাহিদ-শাদাব ছাড়াও আইএল টি-টোয়েন্টিতে নাম লেখালেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের মার্ক উড এবং ভারতের আম্বাতি রাইডু।
সম্প্রতি অ্যাশেজে একে অপরের প্রতিপক্ষ ছিলেন ওয়ার্নার এবং মার্ক উড। কিন্তু আইএল টি-টোয়েন্টিতে তারা দু’জন খেলবেন একই সঙ্গে দুবাই ক্যাপিটালসে। শাহিন শাহ আফ্রিদির ডেজার্ট ভাইপার্সে যোগ দিয়েছেন উইকেটরক্ষক আজম খান এবং স্পিন অলরাউন্ডার শাদাব খান।
গত বছর অনুষ্ঠিত হয়েছিলো আইএল টি-টোয়েন্টি আসরের প্রথম আসর। সেবার পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নিতে পারেননি। বোর্ডের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করার কারণে আজম খানসহ বেশ কয়েকজন চুক্তি করেও খেলতে যেতে পারেননি। এবার পিসিবিতে নতুন নেতৃত্ব এসেছে। এসেছেন নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। এ কারণে, আইএল টি-টোয়েন্টি খেলার পথে পাকিস্তানক্রিকেটারদের সামনে আর কোনো বাধা থাকলো না।
সাধারণত ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেয়া হয় না। তবে আম্বাতি রাইডু ২০২৩ আইপিএলের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। এ কারণে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলতে তার কোনো বাধা নেই। বর্তমানে তিনি খেলছেন সিপিএলে। আইএল টি-টোয়েন্টিতে তিনি নাম লিখালেন এমআই এমিরাটসে।
নিউচিল্যান্ডের মার্টিন গাপটিল এবং শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকসানা খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। ওয়ার্নার এবং উডকে ছাড়াও দুবাই ক্যাপিটালসে যোগ দিয়েছেন অ্যান্ড্রু টায়ে, দাসুন শানাকা, রহমানুল্লাহ গুরবাজ এবং স্যাম বিলিংস।
জশ লিটল, লরি ইভান্স, রবি বোপারা এবং ডেভিড উইলি খেলবেন আবুধাবি নাইটরাইডার্সের হয়ে। একই সঙ্গে আফগান রহস্য স্পিনার মুজিব-উর রহমান খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন গালফ জায়ান্টসের হয়ে।