বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস কারাগারে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৪, ২০২৩ ৬:৩৩ পূর্বাহ্ণ

অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) ইলিয়াস কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সেলিনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইলিয়াস হোসেন সবুজ কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২৮ মে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান।

কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জাগো নিউজকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুরে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার এবং একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে আটক করে র‍্যাব-১১। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। এসময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত