বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বন্ধ হলো বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন, দুই মাস চলবে বিদ্যুৎ কেন্দ্র

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৩০, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির বর্তমান ফেইজের কয়লার মজুত শেষ হওয়ায় বুধবার থেকে বন্ধ হয়ে গেছে কয়লা উত্তোলন। নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলনের জন্য যন্ত্রপাতি স্থানান্তর ও চালু করতে সময় লাগবে প্রায় দুই মাস। ফলে খনিতে দুই মাস বন্ধ থাকবে কয়লা উত্তোলন।

খনি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরের শেষে কয়লা উত্তোলন পুনরায় শুরু হবে। তবে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে; যা দিয়ে দুই মাস বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট সচল রাখা যাবে।

এর আগে কয়লা খনির ১১১৩ ফেইজ থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হয়। নতুন ফেইজ চালু হলে সেখান থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে কয়লা খনির এমডি সাইফুল ইসলাম জানান, একটি ফেইজ থেকে কয়লা উত্তোলনের পর নির্মাণ করতে দুই মাস সময় লাগে। যে কারণে কয়লা উত্তোলন বন্ধ থাকে। এটি একটি রুটিন ওয়ার্ক।

সর্বশেষ - আইন-আদালত