শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দাবি আদায় করা হবে রাজপথেই: মিনু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে নয়, সরকার পতনের দাবি আদায় করা হবে রাজপথে থেকেই। রাজপথে থেকে এ সরকারের বিদায় ঘণ্টা বাজাতে বিএনপির প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত আছেন।

শুক্রবার রাজশাহীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সকালে নগরীর মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন মানে বাংলাদেশের ১৯ কোটি মানুষের আন্দোলন। আজকে জাতি মুক্তি পেতে চায়। নিজেদের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে চায়। সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। বীরের বেশে তারেক রহমান দেশে আসবেন। বেগম খালেদা জিয়ার মুক্তি হবে।’

এ সময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা এবং সদস্য সচিব মামুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে নগরীর বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত