আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ঢাকায় ছাত্রলীগের ছাত্রসমাবেশে ৩০০ বাসে চড়ে এবং বিভিন্নভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী যোগদান করেছেন।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, বরাবরের মতো আমরা এবারো সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম।
জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তিন শতাধিক বাসে চড়ে ও নানাভাবে সমাবেশে অংশ নেন বলেও জানান রিয়াদ।
হাবিবুর রহমান রিয়াদ বলেন, সকাল থেকেই ঢাকায় আমাদের নেতাকর্মীরা জড়ো হন। পরে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।