তুরস্কের এমন একটি সংবিধান প্রয়োজন, যেটি গণতন্ত্র, অর্থনীতি ও স্বাধীনতাকে পূর্ণতা দেবে। সংবিধানকে সামরিক শাসনের প্রভাবমুক্ত করে গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান রচনার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে এরদোগান বলেন, নতুন সংবিধান রচিত হবে গনতন্ত্রের ভিত্তিতে। এ সংবিধান তুরস্কের একবিংশ শতাব্দিকে আরো শক্তিশালী করবে।
এরদোগান আরো বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা বৃদ্ধি করা এবং জনগণের নিন্দা রোধ করা আমাদের দায়িত্ব।
১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা জান্তা সরকার তুরস্কের বর্তমান সংবিধান প্রণয়ন করেছিল।
এর আগে অনেকবার সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠেনি। ২০১৭ সালে কয়েকটি সংশোধনী আনা হয়। সে সময় প্রেসিডেন্টের ক্ষমতাও বাড়ানো হয়।