বাংলাদেশের স্বাধীন বিচার কাঠামোতে বিশ্বনেতাদের হস্তক্ষেপ আন্তর্জাতিক অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার বিকেলে নগরীর অক্সিজেন মোড় চত্বরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, নোবেলজয়ী ড. ইউনূসের স্বার্থ রক্ষায় তার বন্ধু-বান্ধবী ১৬০ জন কথিত বিশ্বনেতা বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে আনীত বিচারাধীন মামলা স্থগিত করার বায়না করছেন। তারা কী জানেন না এটা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর একটি বড় ধরনের আঘাত?
তিনি আরও বলেন, ড. ইউনূস বাংলাদেশ সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি করে সরকারি খাত থেকে বেতন তুলতেন। অথচ তিনি একই সময় বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে ব্যবসা-বাণিজ্য করেছেন এবং অধিকাংশ সময় সেখানেই কাটান। এই বিষয়টি কি বিবৃতিদাতারা ভেবে দেখেছেন? তারা ড. ইউনূসের স্বার্থ রক্ষায় মামলা স্থগিত করার কথা বললেও এই মামলা সরকার দায়ের করেনি। মামলাটি করেছেন তার পরিচালনাধীন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা। তাদের অভিযোগ ড. ইউনূসের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনা ২৫ কোটি টাকার বেশি অর্থ প্রদান না করে আত্মসাৎ করেছেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, যেসব দেশে প্রতিদিন মানবাধিকার হরণ করা হয় এবং অন্যদেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সরকারের পতন ঘটানোর চক্রান্ত হয়, জঙ্গিবাদ উত্থানের প্রত্যক্ষ ইন্ধন যোগায়, সেসব দেশ যদি আমাদের দেশে মানবাধিকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে এবং মিথ্যাচার করে, তাহলে ওই সব দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।
বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল নবী লেদুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।