বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঢাকায় শাহরুখের ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে আজই, উচ্ছ্বসিত ভক্তরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সে হিসেবে ভারতসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে সিনেমাটি। আজ রাতেই ঢাকার সিনেপ্লেক্সগুলোতে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। এই খবরে উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ‘জওয়ান’ সিনেমার ব্যানার নিয়ে দাঁড়ান বাংলাদেশের শাহরুখ ভক্তরা। তাদের দাবি, আজই ‘জওয়ান’ দেখবেন।

তবে ‘জওয়ান’র আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, ‘আজই (৭ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে। আজ বিকেল থেকে সিনেপ্লেক্সগুলোতে দর্শক ছবিটি দেখতে পারবেন। সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে।’

মামুন নিশ্চিত করেন, দেশের মোট ৪৮টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে ‘জওয়ান’। হলের তালিকা সন্ধ্যা নাগাদ প্রকাশ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশেও রয়েছে শাহরুখের বড় এক ফ্যানবেজ। তারা ঠিক করেছেন বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি পেলে প্রথম দিনের প্রথম শো তারা একসঙ্গে দেখবেন। এজন্য তারা রাজধানীর ব্লকবাস্টার সিনেমাতে একটি হল ভাড়া করে ফেলেছেন।

jagonews24

বাংলাদেশের শাহরুখ ভক্তদের ফেসবুক পেজ ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’র সদস্যরা এই আয়োজন করেন। এই আয়োজনে উপস্থিত হবেন নির্মাতা তপু খান ও মাবরুর রশীদ বান্নাহ। তাদের উপস্থিতির বিষয়টি ফেসবুক পেজে জানানো হয়েছে। অগ্রীম হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমানও।

‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট। প্রতিষ্ঠানটির সঙ্গে সিনেমাটি আমদানিতে যুক্ত আছে রংধনু গ্রুপও।

‘জওয়ান’ সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবিটি পরিচালনা করেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেট ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি নেতিবাচক ভূমিকায় দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। একই সঙ্গে সঞ্জয় দত্ত, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়ামনি, ‘দঙ্গল’ খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকেও এ সিনেমায় দেখা যাবে। বিশেষ একটি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।

সর্বশেষ - আইন-আদালত