ইউক্রেনে আসছে শীতকাল। ঠান্ডা পরিবেশে বাধার মুখে পড়বে ইউক্রেন সেনাদের পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলের ভাষ্যমতে, শীতের আগে পাল্টা হামলা চালানোর জন্য ইউক্রেনের হাতে ৩০ দিনের কিছু বেশি সময় অবশিষ্ট আছে।
বিবিসির ‘সানডে’ অনুষ্ঠানে আলাপচারিতায় এ কথা বলেছেন মার্কিন সেনাবাহিনীর এই কর্মকর্তা। ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখলে চালানো পাল্টায় হামলায় প্রত্যাশার চেয়ে কম সফলতা এসেছে বলে স্বীকার করেছেন তিনি। তবে তিনি বলেছেন, এখনো রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে।
কিয়েভে রাশিয়ার বিমান হামলা, দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ
ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে কি না, এমন প্রসঙ্গে মার্ক মিলে বলেন, এত শিগগিরই তা বলার সুযোগ নেই। রাশিয়ার সম্মুখসারি দিয়ে ইউক্রেন সেনারা অবিচলভাবে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে এখনো ৩০ থেকে ৪৫ দিন সময় আছে। তাই বলা যায়, ইউক্রেনের সময় এখনো শেষ হয়ে যায়নি।
গত গ্রীষ্মে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা হামলায় অল্প কিছু সফলতার দেখা মিলেছে। তবে ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি, দেশটির দক্ষিণে রাশিয়া অপ্রতিরোধ্য সম্মুখসারি ভেঙে দিতে সক্ষম হয়েছেন তাঁরা। মার্ক মিলে বলেন, ‘আমি যুদ্ধের একেবারে শুরুতে বলেছিলাম, এটি ধীরগতিতে এগোবে, কঠিন হবে এবং বহু সময় ধরে চলবে। একই সঙ্গে বহু মানুষ নিহত হবে। আর সেটিই হচ্ছে।’
প্রিগোশিনকে হত্যা করেছেন পুতিন: জেলেনস্কি
বিবিসির একই আলাপচারিতায় ছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান স্যার টনি রাডাকিন। তাঁর ভাষ্য, যুদ্ধে ইউক্রেন জয়ের পথে রয়েছে। আর রাশিয়া হেরে যাচ্ছে। এমন বক্তব্যের কারণ হিসেবে এই সেনা কর্মকর্তা বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেন দখল করা এবং নিজেদের নিয়ন্ত্রণে আনা। সে লক্ষ্য পূরণ হয়নি। আর কখনো হবেও না। এ কারণেই ইউক্রেন জয় পেতে চলেছে।