জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেওয়ান ফয়সালের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির গণমিছিল থেকে ফেরার পথে ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে দাবি জবি ছাত্রদলের।
শনিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ মিলাদ উদ্দীন ভূঁইয়া গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বিএনপির পূর্বঘোষিত গণমিছিল শেষ করে বাসায় ফেরার পথে কাকরাইল মোড়ে রাত ৮টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ফয়সালের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় সুজন মোল্লা গুরুতর আহত হয়েছেন ও তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।