শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শিশু সারা হত্যায় বাবা, সৎমা ও চাচাকে পুলিশের সন্দেহ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ শিশু সারা শরিফকে হত্যার ঘটনায় তার বাবা, সৎমা ও চাচার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাজ্যের সারে পুলিশ।

সারে পুলিশ জানায়, সারার বাবা উরফান শরিফ (৪১), তাঁর দ্বিতীয় স্ত্রী বেইনাশ বাতুল (২৯) ও ভাই ফয়সল মালিকের (২৮) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহভাজন হিসেবে পুলিশ তিনজনকে অভিযুক্ত করেছে। তিনজনই ওকিংয়ের হ্যামন্ড সড়কে বসবাস করেন।

শিশু সারার মৃত্যুর কারণ বা তাকে মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা না করার অভিযোগ আনা হয়েছে তিনজনের বিরুদ্ধে।

গত ১০ আগস্ট ওকিংয়ের বাড়ি থেকে শিশু সারা শরিফের মৃতদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তে দেখা যায়, শিশু সারার শরীরে বেশ কিছু ‘আঘাতের চিহ্ন’ রয়েছে। সারার মরদেহ উদ্ধারের আগের দিন ৯ আগস্ট তিনজনই যুক্তরাজ্য ত্যাগ করেন।

গত বুধবার পাকিস্তান থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যে আসার পর গ্যাটউইক বিমানবন্দর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে সারে পুলিশ। আজ শুক্রবার সকালে সারে পুলিশ জানায়, তিনজনের বিরুদ্ধে শিশু সারাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আজ তিন আসামিকে গিল্ডফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
সারার ১ থেকে ১৩ বছর বয়সী অন্য পাঁচ ভাইবোন ৯ আগস্ট শরিফ, সৎমা বাতুল ও ফয়সলের সঙ্গে পাকিস্তান গেছে।

গত সোমবার শরিফের পাকিস্তানের বাড়ি থেকে ওই শিশুদের প্রথমে পুলিশি হেফাজতে এবং পরে সরকারি শিশুযত্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সারে পুলিশ জানায়, সারার মা ওলগা শরিফকে পরিস্থিতি সম্পর্কে পুলিশ নিয়মিত অবহিত করছে। পুলিশের বিশেষ কর্মকর্তারা তাঁকে মানসিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত