মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র ও এ এসএম নাসির উদ্দীন এলানের রায়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে রায় বাতিল ও তাদের মুক্তির দাবি জানিয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সরকার চলমান অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার লক্ষ্যে মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন ভূলুণ্ঠিত করে চলছে। তারা মুক্তচিন্তার মানুষ, বিরোধী পক্ষ ও স্বাধীন মত প্রকাশকারীদের মামলা এবং ফরমায়েশি সাজার মাধ্যমে বাংলাদেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ডের ফরমায়েশি আদেশ দিয়েছেন আদালত।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের অবৈধ অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদ করতে না পারে সেজন্য মুক্তচিন্তার মানুষ, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে সরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল উক্ত রায়ে উদ্বেগ প্রকাশ করেন।