বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ বলেছে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ঘোষিত সিলেটে তারুণ্যের রোডমার্চে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ সরকার ব্যতীত এখানে কোনো নির্বাচন হবে না। এটা তো বিদেশিরা সরাসরি বলতে পারে না। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, তাদের পার্লামেন্টে রেজ্যুলেশনের মাধ্যমে, তাদের লোকজন এখানে এসে যে রিপোর্ট দেয় তার মাধ্যমে বিভিন্ন বিধিনিষেধ দিয়ে তারা এ কথা বলছে।
তিনি বলেন, দেশের মানুষ রাস্তায় নেমেছে। বিএনপি একা নামেনি। এখন তারা রাস্তা ট্রাক-বাস দিয়ে বন্ধ করে দিয়েছে। গায়েবি মামলা দিয়ে এসব বন্ধ করা যাবে না। মানুষ তাদের দেশের মালিকানা নিয়ে দেশে ফিরবেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হাসান, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।