বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাজকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি: পরীমণি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:১৫ পূর্বাহ্ণ

অবশেষে ডিভোর্স প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা পরীমণি। দাম্পত্য কলহের কারণে বছরজুড়েই খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বামী রাজকে ডিভোর্স দেওয়ার কথা স্বীকার করেছেন পরী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে অকপটে জানিয়েছেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি স্ট্যাটাসের কথা মনে করিয়ে দিয়ে জানিয়েছেন নিয়ম মেনেই স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। পাঠকদের সুবিধার জন্য পরীমণির পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘নিশ্চয়ই এ স্ট্যাটাস-এর কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেইসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছিল। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইড-এর মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কত বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম।

কিন্তু সে কখনোই এ সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কি না এ সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেতো কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসন্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।

আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সাথে যে অন্যেয়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।

বি. দ্র. আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করবো। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন। ধন্যবাদ।’

জানা গেছে, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়েই ২০২১ সালে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। পরে তারা একই বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এ দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সত্যিই কি ইরানের বভার প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী?

জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছাচ্ছে না

হিলি দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো আমদানি হলো নারকেল

দেশে ফিরেছেন সিঙ্গাপুরজয়ী মেয়েরা

অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছে সরকার: রিজভী

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ, বারান্দায়ও চলছে চিকিৎসা

শিখ নেতার হত্যার তদন্তে ভারতের উচিত সহযোগিতা করা: যুক্তরাষ্ট্র

সৌদির সঙ্গে যৌথ মালিকানায় সার কারখানা স্থাপনে আলোচনা

ডিএমপি কমিশনার নির্বাচন সামনে রেখে পূজায় নিরাপত্তা শঙ্কা নেই

ধর্ষিতা কিশোরী সাহায্যের জন্য ঘুরেছেন দ্বারে দ্বারে, কেউ এগিয়ে আসেনি