মেক্সিকোয় মাটি খুঁড়ে প্রাচীন মায়া সব্যতার একটি কবরের সন্ধান পাওয়া গেছে। ছবি: এএফপিমেক্সিকোয় মাটি খুঁড়ে প্রাচীন একটি কবরের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, এই কবরে থাকা দেহাবশেষ হাজার বছরের পুরোনো। কবরটি মায়া সভ্যতার আমলের।
মেক্সিকোর ন্যাশনাল এন্টিকস ইনস্টিটিউট (আইএনএএইচ) গতকাল সোমবার বিষয়টি জানিয়েছে। পর্যটকদের জন্য রেলপথ নির্মাণ করতে গিয়ে শ্রমিকেরা প্রাচীন এই কবরের সন্ধান পেয়েছেন।
নগরের কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি পাথরের বাক্সে ভরা দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে। সেখানে একটি মন্দির ও প্রাসাদের প্রাঙ্গণ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই দেহাবশেষ প্রাচীন মায়া সভ্যতার কোনো অভিজাত ব্যক্তির হতে পারে। দেহাবশেষের সঙ্গে সিরামিকের পাত্র, অলংকার ছিল।
প্রাচীন মায়া সভ্যতার বিভিন্ন নিদর্শন মেক্সিকোর দক্ষিণাঞ্চলজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। এসব জায়গায় পর্যটকদের আকর্ষণ করতে ‘মায়া ট্রেন’ নামে রেল সংযোগ স্থাপন করছে মেক্সিকো সরকার। ব্যয়বহুল এই রেলপথ নির্মাণ প্রকল্পটি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের অগ্রাধিকারমূলক একটি প্রকল্প।
এই রেলপথের নির্মাণকাজ করতে গিয়ে চলতি মাসে মেক্সিকোর চিয়াপাস প্রদেশের পালেনকিউয়ে প্রাচীন কবরটির সন্ধান পাওয়া গেছে। একসময় এলাকাটিতে প্রাচীন মায়া সভ্যতার অন্যতম বৃহত্তম ও পরিশীলিত নগর কেন্দ্রের একটি ছিল।
শিল্প, স্থাপত্য, জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন ক্ষেত্রে দারুণ উৎকর্ষ অর্জন করেছিলেন মায়া সভ্যতার মানুষেরা। এই সভ্যতার বিভিন্ন নিদর্শন দেখতে ভিড় করেন অসংখ্য পর্যটক।