ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই) মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এফবিসিসিআইর হাটখোলা ভবন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ও এফবিসিসিআই সেফটি কাউন্সিলের সহযোগিতায় এ মহড়ার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে ফায়ার সার্ভিস ও এফবিসিসিআইর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের সময় কোন ভবন থেকে মানুষ ও তাদের সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারণের করণীয় ফুটিয়ে তোলা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আনোয়ার সাদাত সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষসহ এফবিসিসিআইর পরিচালকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
মহড়া শেষে আয়োজিত আলোচনা সভায় সচিব মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে প্রতিবছর কোনো না কোনো দুর্যোগ মোকাবিলা করতে হয়। তবে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস কিছুদিন আগে দেওয়া সম্ভব হলেও অগ্নিকাণ্ডের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে সর্বসাধারণের সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান। তাদের জীবন রক্ষায় সরকার সবরকম কাজ করছে ও করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে বলেও জানান কামরুল হাসান।
সভাপতির বক্তব্যে মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, এ সেন্টারের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, অনেকে প্রশিক্ষণ নিতে আসবে। ভবনের অনেকগুলো ফ্লোরের কাজ চলমান রয়েছে, প্রয়োজনীয় তহবিলও রয়েছে। ভবনের কোনো ত্রুটি থাকলে ফায়ার ডিফেন্স ও এফবিসিসিআই সেফটি কাউন্সিলের সহযোগিতায় সেগুলো সমাধান করা হবে।