বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শিক্ষার্থীদের ৯০০ কোটি ডলারের ঋণ মওকুফ করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

তিন বছরেরও বেশি সময় বিরতি দিয়ে চলতি মাসে আবারও শিক্ষার্থী ঋণ পরিশোধ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে তার আগেই ১ লাখ ২৫ হাজার ঋণগ্রহীতাকে সুখবর শোনালো বাইডেন প্রশাসন। এসব শিক্ষার্থীর নেওয়া ৯০০ কোটি মার্কিন ডলারের ঋণ মওকুফ করে দিচ্ছে কর্তৃপক্ষ।

মূলত চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের। তবে গত জুনে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করে দেশটির সুপ্রিম কোর্ট।

এরপরও শিক্ষার্থীদের ঋণের বোঝা কমাতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। তারই সবশেষ পদক্ষেপ হিসেবে কয়েকটি নির্ধারিত ক্যাটাগরির ১ লাখ ২৫ হাজার শিক্ষার্থীর ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

কাদের ঋণ মাফ হচ্ছে
বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা তিন ধরনের শিক্ষার্থীদের ঋণ মওকুফ করছে-

সরকারি কর্মচারী: যুক্তরাষ্ট্রের ‘পাবলিক সার্ভিস লোন ফরগভিনেস’ কর্মসূচিতে নথিভুক্ত হওয়া প্রায় ৫৩ হাজার ঋণগ্রহীতার ৫২০ কোটি ডলারের ঋণ মওকুফ হচ্ছে। এই কর্মসূচি এমন লোকদের জন্য উন্মুক্ত যারা সরকারি বা অলাভজনক সংস্থার জন্য কাজ করে থাকেন। ১২০টি মাসিক পেমেন্ট দেওয়া হলে এবং একজন যোগ্য নিয়োগকর্তার অধীনে ফুল-টাইম কাজ করতে থাকা ঋণগ্রহীতারাই কেবল এই ছাড় পাবেন। এ ধরনের কর্মীদের মধ্যে শিক্ষক, আইন প্রয়োগকারী পেশাদার এবং সমাজকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

আইডিআর: বাইডেনের প্রশাসনের আয়-নির্ভর ঋণ পরিশোধ (আইডিআর) পরিকল্পনায় নাম লেখানো প্রায় ৫১ হাজার ঋণগ্রহীতার ২৮০ কোটি ডলারের শিক্ষার্থী ঋণ মওকুফ হচ্ছে। আইডিআরে কোনো ঋণগ্রহীতার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তার মাসিক কিস্তি নির্ধারণ করা হয়। তবে বাইডেন প্রশাসন বলছে, এই কর্মসূচিতে কিছু ক্ষেত্রে অর্থপ্রদানের বিষয়টি সঠিকভাবে নির্ধারিত হয়নি। এ কারণে মার্কিন শিক্ষা বিভাগ পরিকল্পনাগুলো পর্যালোচনা করছে এবং কিছু ঋণগ্রহীতাকে ছাড় দিচ্ছে।

অক্ষম ঋণগ্রহীতা: পুরোপুরি অথবা স্থায়ী অক্ষমতা রয়েছে, এমন আরও ২২ হাজার ঋণগ্রহীতার ১২০ কোটি ডলারের ঋণ মওকুফ করছে যুক্তরাষ্ট্র। সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে তথ্য মিলিয়ে এ ধরনের ঋণগ্রহীতাদের খুঁজে বের করছে মার্কিন শিক্ষা বিভাগ।

বৃহত্তর ছাত্র ঋণ মওকুফের কী হবে?
উচ্চ শিক্ষা আইনের মাধ্যমে আরও বিস্তৃতভাবে শিক্ষা ঋণ মওকুফের জন্য আরেকটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। তবে এই প্রক্রিয়াটিতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে এবং সেটি আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে পারে।

সূত্র: সিবিএস নিউজ

সর্বশেষ - আইন-আদালত