চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রীতির পরিবেশও ক্ষুণ্ন করার অপচেষ্টা হতে পারে। আমাদের প্রত্যেককে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখতে অগ্রবর্তী বাহিনীর ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আ জ ম নাছির বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু একটি অশুভশক্তি এই সত্যটিকে ভূলণ্ঠিত করতে চায়, ধর্মে ধর্মে অনাকাঙ্ক্ষিত বিভেদের সীমারেখা তৈরি করে সামাজিক অশান্তি ও অস্থিরতাকে উসকানি দেয়।
তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, বাঙালি সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অর্চনা যাতে উৎসব মুখরিত পরিবেশে উদযাপন এবং সম্প্রীতির সেতুবন্ধ তৈরি করে। আমাদের প্রমাণ করতে হবে, আমরা ভিন্নধর্মাবম্বী হলেও জাতি হিসেবে আমরা বাঙালি, এটাই সবচেয়ে পরিচয়। এই সত্যটিকে আমরা কিছুতেই কলঙ্কিত হতে দিতে পারি না।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জল।