ডেঙ্গুজ্বর থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ভারতীয় ওপেনার শুভমান গিল। ম্যাচ শুরুর আগ পর্যন্তও ভারতীয়রা আশাবাদী ছিল, তিনি সেরে উঠবেন এবং ম্যাচ খেলতে পারবেন; কিন্তু আর তো অপেক্ষা করা যায় না। ম্যাচ শুরু করতে হবে সময়মতোই। সে কারণে তরুণ ওপেনার শুভমান গিলকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশ তৈরি করতে হলো ভারতকে।
শুভমান গিল খেলতে না পারায় কপাল খুলে গেছে ইশান কিশানের। রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস ওপেন করবেন তিনি। এমনকি উইকেটের পেছনে গ্লাভস হাতেও দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার। যদিও ইশান কিশান একাদশে না থাকলে লোকেশ রাহুলই উইকেটকিপিং করতেন।
চার নম্বরে ভারত সূর্যকুমার যাদব নাকি স্রেয়াশ আয়ারকে খেলাবে, তা নিয়ে একটা সংশয় ছিল। শেষ পর্যন্ত স্রেয়াশ আয়ারের ওপরই ভরসা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি ঘরের মাঠে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি।
দলে পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এ কারণে বাড়তি পেসার নেয়া হয়নি। জসপ্রিত বুমরাহর সঙ্গে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছে কুলদিপ যাদব। এছাড়া রবিন্দ্র জাদেজা তো রয়েছেই।
অন্যদিকে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউড। স্পিনার হিসেবে থাকছেন এডাম জাম্পা। স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পেস অলরাউন্ডার আছেন দু’জন ক্যামেরন গ্রিন এবং মিচেল মার্শ।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।