সরকার দাম বেঁধে দেওয়ার পরেও পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়ায় এবার টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডধারী প্রতিটি ক্রেতা ৩৫ টাকা দরে দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। এই কাৰ্যক্ৰম টিসিবি কর্তৃক আমদানিকৃত পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তা মূল্য ৩৫ টাকা।