বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তথ্য প্রদানে বাধা ধানকোড়া ইউপি চেয়ারম্যান-সচিবকে ৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করে তথ্য সরবরাহ না করায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং জরিমানার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।

বুধবার (১১ অক্টোবর) তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন।

এছাড়া অন্য একটি অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অফিসারকে ১ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। বুধবার প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেক এবং তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এ আদেশ প্রদান করেন।

তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করেছেন। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অফিসার আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহযোগ্য হওয়া সত্ত্বেও গড়িমসি করে তথ্য দেননি। শুনানীতে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে দুজনকে জরিমানা এবং একজনকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য কমিশনে বুধবার ১১টি অভিযোগের শুনানি করে ৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

সর্বশেষ - আইন-আদালত