লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ইসরায়েলি সেনাদের একটি তল্লাশিচৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হওয়ার জেরে তারা আজ মঙ্গলবার এই হামলা চালিয়েছে। এর পাল্টায় লেবানন সীমান্তে গোলা নিক্ষেপ এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আরব আল-আরামসি গ্রামের কাছে ট্যাংকবিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গত শনিবার হামাস এই গ্রামেই প্রথম রকেট ছুড়েছিল। লেবানন সীমান্তে মাঝেমধ্যেই এ ধরনের সহিংসতা ঘটে।
লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। পশ্চিমা বিশ্বে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত।
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘দহিরার পার্শ্ববর্তী এলাকায় ইসরায়েল বোমা বর্ষণ করেছে। এ ছাড়া ইয়ারিন এলাকায়ও গোলা নিক্ষেপ করেছে তারা।’