কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম রাইতুল ইসলাম রনি (২২)। বুধবার বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জাগির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি উমানন্দ জাগির পাড়া গ্রামের আলম বাদশার ছেলে বলে জানা গেছে।
তার পরিবার জানায়, সম্প্রতি রনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি শেষ করে নিজের এলাকায় বাস করছিলেন। পুলিশ ও তার পরিবার জানায়, রনি বুধবার বিকেলের দিকে তার নিজ বাড়ীতে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনকে দেয়া হলে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।