মদকাণ্ডে যে ৫ ফুটবলার নিষিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে তিনজন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন ও অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন ছিলেন ক্যাবরেরার জাতীয় দলের নিয়মিত সদস্য।
জিকো, তপু ও মোরসালিনকে বাদ দিয়ে তাদের জায়গায় যে নতুনদের জাতীয় দলে নিয়েছেন ক্যাবরেরা, তাদের মধ্যে ২ জনের অভিষেক হয়ে যাচ্ছে আজ (বৃহস্পতিবার) মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালেতে শুরু হবে ম্যাচটি।
ক্যাবরেরার ২৩ সদস্যের দলে যে ৩ জন গোলরক্ষক তাদের কেউই আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাই এটা নিশ্চিতই ছিল যে, একজন গোলরক্ষকের অভিষেক হতে যাচ্ছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে। তিনি যে মিতুল মারমা, তাও নিশ্চিত ছিল।
কারণ, গত এশিয়ান গেমসে তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই পাহাড়ী যুবক। বিশেষ করে শক্তিশালী চীনকে গোলশূন্যভাবে রুখে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের এই গোলরক্ষক।
মালদ্বীপের বিপক্ষে মিতুলের অভিষেক হচ্ছে। তার সঙ্গে অভিষেক হচ্ছে আরেকজনের। তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিফেন্ডার শাকিল হোসেন। বাকি ৯ জন ক্যাবরেরার পরীক্ষিত সৈনিক। দুই নতুনকে নিয়েই প্রথমবারের মতো মালদ্বীপের মাটিতে মালদ্বীপকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।