চীন থেকে আমদানি করা অপটিক্যাল ফাইবার ক্যাবলের ওপর অ্যান্টি ডাম্পিং পদক্ষেপ কঠোর করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের শিল্পকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে ইইউ কর্তৃপক্ষ।
মূলত চীনের অপটিক্যাল ফাইবার ক্যাবলের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক দ্বিগুণ করেছে ইউরোপীয় কমিশন। চীনা রপ্তানিকারকদের বিরুদ্ধে কারসাজির প্রমাণ পাওয়ার পরই এই ব্যবস্থা নেয় কমিশন।
বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরে চীন থেকে আমদানির বিষয়ে নেওয়া পদক্ষেপগুলোকে বাধাগ্রস্ত করতে চীনা রপ্তানিকারকরা ইচ্ছাকৃতভাবে ক্যাবলের দাম কমিয়ে দেয়।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, চীনের অপটিক্যাল ফাইবার ক্যাবলের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্কের পরিধি ৩৯ দশমিক ৪ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত করা হয়েছে, যা মূল শুল্কের তুলনায় দ্বিগুণ।
ইউরোপীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল শিল্প ও উন্নত ব্রডব্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য অপটিক্যাল ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউরোপে এইখাতের সঙ্গে পাঁচ হাজারের বেশি কর্মী যুক্ত রয়েছে। ইউরোপের ডিজিটাল অ্যাজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেও এই ক্যাবল শিল্প ভূমিকা পালন করছে।