বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গাজায় হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন নিহত: ফিলিস্তিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে এ হামলা চালানো হয়। এই হামলার জন্য ইসরায়েল দায়ী করেছে ফিলিস্তিন। মৃত্যুর সংখ্যার হিসাব প্রকাশ করে আবারও ইসরায়েলকে দায়ী করলেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র চিকিৎসক আশরাফ আল কুদরা। তিনি বলেন, গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৪৭৮ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ৬৫ জন।

ইসরায়েল নয়, অন্য পক্ষ গাজার হাসপাতালে হামলা চালিয়েছে: বাইডেন

ইসরায়েলের বিমান হামলা শুরুর পর আহত অনেকেই ওই হাসপাতালে ছিলেন। এ ছাড়া ওই হাসপাতালকে নিরাপদ ভেবে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছিলেন। এরপরই মঙ্গলবার সেখানে হামলা হয়। ওই হামলার পর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছিল, হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হামলার জন্য প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে (পিআইজে) দায়ী করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন পিআইজে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এক ভয়ানক রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো গাজা

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তাঁরা বিদেশি নাগরিকসহ অনেক ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে যান। এতে জবাবে ৭ অক্টোবর থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা গাজায় টানা বিমান হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ - আইন-আদালত