বিরোধীদলীয় নেতা-কর্মীদের দমনে মিথ্যা ও গায়েবি মামলা বেড়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঘটনা ঘটলে মামলা হয়, না ঘটলে মামলা হয় না। আজ বৃহস্পতিবার মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে যোগ দিতে বেলা আড়াইটার দিকে বাংলাদেশ পুলিশের একটি হেলিকপ্টারে আছাদুজ্জামান স্টেডিয়ামে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তাঁকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
এ সময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলন সামনে রেখে বিরোধীদের ধরপাকড় বেড়েছে এ অভিযোগ সত্য নয়। আমাদের পুলিশের নিয়মিত কর্মকাণ্ড আছে, যাঁদের নামে আদালত থেকে ওয়ারেন্ট বের হয় কিংবা যাঁরা অভিযুক্ত হন কিংবা কেউ যখন কারও বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মামলা করেন, তাঁদেরকেই পুলিশ গ্রেপ্তার করে। এখানে কে বিরোধী দল, কে অন্যদল এটা দেখে না। এটা পুলিশের নিয়মিত কর্মকাণ্ড।’
বিরোধীদের দমনে মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রশ্নই ওঠে না। মামলা কোনো দিন মিথ্যা হইলে তো পুলিশই দেখে। পুলিশ দেখে যেটা মিথ্যা ঘটনা হয়, সেটা এফআরটি দিয়ে দেয়। অনুসন্ধানের আগে তো কোনটা মিথ্যা, কোনটা সত্য বলা সম্ভব নয়। আমার মনে হয়, ঘটনা ঘটলে মামলা হয়, না ঘটলে মামলা হয় না।’
জেলা আওয়ামী লীগ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় একটি সমাবেশে যোগ দিতে মাগুরায় আসেন আসাদুজ্জামান খান কামাল। শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওই অনুষ্ঠানে প্রধান বক্তা মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।