জাপানের মূল বা কোর মূল্যস্ফীতি গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তিন শতাংশের নিচে নেমেছে। যদিও এই হার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ফলে ধারণা করা হচ্ছে, নীতি নির্ধারকরা আরও পদক্ষেপ নেবেন।
ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়া-প্যাসিফিকের প্রধান মার্সেল থিলিয়ান্ট বলেছেন, সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি দুর্বল হলেও আমরা মনে করি আগামী বছরের শেষ নাগাদ এই হার কমে ২ শতাংশের নিচে চলে আসবে, যা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা।
মূল মূল্যস্ফীতি বা সিপিআই কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। যদিও পূর্বাভাসের তুলনায় এই হার সামান্য বেশি। আগস্টে দেশটির মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ।
তেলের দাম কমে যাওয়ায় জাপানে ইউটিলিটি বিল কমে গেছে। এতে মূল্যস্ফীতি তিন শতাংশের নিচে নেমেছে, যা ২০২২ সালের আগস্টের পর প্রথম।
দেশটিতে বর্তমানে খাদ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু বাড়তির দিকে। তবে তা আগস্টের তুলনায় কম।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স