নতুন প্রজন্মের সংগীতশিল্পী পিজিত মহাজন। দুর্গাপূজা উপলক্ষে ‘দেবী এলো’ শিরোনামে নতুন একটি গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। শেখ নজরুলের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ।
‘দেবী এলো’ গানটিতে পিজিতের সঙ্গে গেয়েছেন চম্পা। গানটির মিউজিক ভিডিওতে ছিলেন শাকিল ও চ্যানেল আই সেরা নাঁচিয়ে আনিকা। গানটির কোরিয়োগ্রাফি করেছেন সারোয়ার শাকিল।
এ প্রসঙ্গে শিল্পী পিজিত মহাজন বলেন, ‘গানটি বেশ সুন্দর। এই প্রথম পুজো উপলক্ষে গানটি করা। গানটি গেয়ে খুব ভালো লেগেছে। গানটির কথা প্রাণবন্ত। আশা করি গানটি শ্রোতাপ্রিয় হবে।’
গীতিকবি শেখ নজরুল বলেন, আমার ধারণা, দেবী এলো গানটি এবার পুজোয় প্রকাশিত বেস্ট গান, কী কথা, কী সুর, কী সঙ্গীত, কী চিত্র ধারণ, এককথায় অনবদ্য, গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে, পিজিত মহাজনের প্রতি অনেক কৃতজ্ঞতা