বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বছরে ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইতালির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ

শ্রমবাজারের ঘাটতি মেটাতে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী প্রয়োজন ইতালির। সম্প্রতি এই তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চ।

সংস্থাটি বলছে, ইতালিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমে বাড়তে থাকায় শ্রমবাজারে কর্মীর ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি পূরণে ২০৫০ সাল পর্যন্ত বছরে অন্তত ২ লাখ ৮০ হাজার বিদেশি কর্মী প্রয়োজন হবে ইউরোপীয় দেশটির।

দায়ী একগুঁয়েমি নীতি!
সংস্থাটির দাবি, বিদেশি কর্মীদের বিষয়ে ইতালি সরকারের একগুঁয়েমি নীতির কারণে ১২ বছর ধরে বিদেশি কর্মীদের প্রবেশের পথ বন্ধ ছিল।

জাতীয় অর্থনীতিতে কর্মী ঘাটতি তৈরি হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। দেশটির জনমিতির স্থিতাবস্থার ওপরেও প্রভাব ফেলেছে এই কর্মী সংকট।

তবে ২০০৪-২০০৬ সালের মধ্যে বিদেশি নাগরিকদের ইতালির শ্রমবাজারে কাজ করার সুযোগ দিতে যে নীতি প্রণয়ন করেছিল সরকার, তার প্রশংসা করেছে আইডিওএস।

নতুন এই নীতি অনুযায়ী, ইতালি সরকার ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশিকে নিয়মিতভাবে অভিবাসনের সুযোগ দেবে।

অভিবাসীদের ইতালির সমাজে একীভূত করার পরিকল্পনা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ঝুঁকিপূর্ণ শ্রমপরিবেশ
আইডিওএস জানিয়েছে, ইতালিতে বিদেশি কর্মীদের অনেকেই কম বেতনে, ক্লান্তিকর কাজে নিয়োজিত, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতি তিনজনে দু’জন বিদেশি কর্মী ইতালীয়দের তুলনায় কম দক্ষ।

তাছাড়া, ইতালির গড় জাতীয় আয়ের তুলনায় তাদের আয় তিনভাগের একভাগ মাত্র।

আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট লুসা ডি সিউলোর মতে, স্থানীয়দের বয়স বেড়ে যাওয়া, তরুণদের এবং অধিক যোগ্যদের দেশ ছেড়ে যাওয়ার কারণে ইতালির চাকরি বাজারে ঘাটতি তৈরি হয়েছে। দেশটির উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে এটি।

এই পরিস্থিতিতে বিদ্যমান ‘দুষ্টচক্রের মতো অপ্রচলিত আইনকে’ দূরে সরিয়ে অভ্যন্তরীণ চাহিদা অনুযাযী বিদেশি কর্মীদের বাজারে প্রবেশ করতে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।

সূত্র: ইনফো মাইগ্রেন্টস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যালয়ের মিটার থেকে নিজের বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করছেন শিক্ষিকা

বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক চুক্তি

ঢাবির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উপাচার্যকে চিঠি

মতিঝিলে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন

রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন, বিজেপি সভাপতিকে গৌতম গম্ভীর

‘এই জয় প্রথম টেস্টে রান পাওয়ার মতো’- উচ্ছ্বসিত সৌরভ

রাঙামাটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা

সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের

সিমেন্টে বহুজাতিকের রমরমা ব্যবসা, ডলারে ‘ধরা’ দেশীয় প্রতিষ্ঠান

সাকিবের পর হাফ সেঞ্চুরি মুশফিকেরও